কেউ কেউ ফেরে না
তারপর, নেমে আসে একপশলা বৃষ্টি বন্যায় ভেসে যায় আমাদের গাঁ। সেদিন আকাশ–বাতাস চারদিক হয়ে ওঠে থমথমে। আর বৃষ্টির রং রক্তবর্ণ। আমাদের মধ্য থেকে কেউ কেউ আর ফেরে না। কখনোই ফেরে না। তবে সময় কিন্তু দাঁড়ায় না আবার সূর্য ওঠে সব ভুলে আমরা কাজে ফিরি
What's Your Reaction?






