তুমিহীন
তুমিহীন, আমি যেন অসীম গন্তব্যে আক্রোশে ছুটে চলা জ্বলন্ত ধূমকেতু। দুচোখের অশ্রুজল আহত অশ্বের ন্যায়, ছড়িয়ে পড়ছে নিঃসঙ্গ বালুকাময় প্রান্তরে। আবার ডেকেছি সুতীব্র চিৎকারে— প্রতিধ্বনি হয়ে তুমি আসোনি, এসেছে নিরুত্তর হাহাকার ধ্বনি। তবু অনন্ত অপেক্ষায় তোমার শেষ চিঠি লেখা হবে রক্তে!
What's Your Reaction?






