নৃত্যে জলবায়ু সংকটের গল্প ‘নীল আকাশ’ ও আনন্দিতার শিল্পযাত্রা
নৃত্যটি পরিবেশনা করেছেন বাংলাদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের মিডল্যান্ডস আর্টস সেন্টারে নৃত্যটি মঞ্চস্থ হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও শিল্পীদের নিয়ে কাজ করা যুক্তরাজ্যের সংগঠন সাম্পাদ আর্টস এবং আনন্দিতা খানের যৌথ পরিকল্পনা। অনুদান দিচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্ট।
What's Your Reaction?






