শুভ্র শাড়ি
গ্রামের নাম ছবিলাপুর, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে। বিএনএস বাজারের কাছ দিয়ে যেতে হয় ছবিলাপুর। বাজারের কাছেই কুকার ব্রিজ। কুকা নামের একটা লোককে গ্রামবাসী কিংবা গ্রামের বাইরের কেউ হত্যা করে এখানকার মাটিতে পুঁতে রেখেছিল। সেখান থেকেই নামকরণ। ব্রিজটি ভেঙে যাওয়ায় পাশের মাটির রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। সামনে যেতেই কুকার কথা মনে পড়ল। এই বুঝি লোকটার আত্মা এসে ভয় দেখাবে!
What's Your Reaction?






