সৌন্দর্যের প্রতীক প্রজাপতি
প্রজাপতির ডানার গঠনও বৈজ্ঞানিকভাবে চমকপ্রদ। একধরনের চিটিন নামক প্রোটিনের স্তর দিয়ে তৈরি এই ডানা হালকা ও স্বচ্ছ। সূর্যের আলো পড়লে এর ওপর প্রতিফলিত হয়ে সৃষ্টি করে নানা রকম রং। সেই কারণেই তো দেখা মেলে হাজারো রঙে রঙিন প্রজাপতির, যেন প্রকৃতির রংতুলি এদের পাখায় এঁকে দিয়েছে স্বপ্ন।
What's Your Reaction?






