100+ বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা

বাংলা শুভ নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের ও আনন্দের সহিত পালন করা হয়। এই দিনে বাঙ্গালিরা নতুন বছরকে নতুন রুপে বরণ করে নেয়। বাংলাদেশের ন্যায় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও নববর্ষের উৎসবে অংশ নেয়। সেই হিসেবে বাংলা নববর্ষ বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের বাঙালি এই দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা বাংলা নববর্ষকে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য হিসেবে বরণ করে নেয়। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। নববর্ষের শুভেচ্ছা বার্তা নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা। পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !! উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ !! একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪৩০ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে। তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ। নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়। শুভ নববর্ষ। ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে, শুভ নববর্ষ ১৪৩০। পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান। পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ। ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজবন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন। আসো তবে হাত মিলাই , মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪৩০। পুরাতন বছরকে বিদায় জানাই, আসুন বাংলা নববর্ষকে স্বাগত জানাই উন্মুক্ত বাহু ও আশায় ভরা হৃদয় নিয়ে। শুভ পহেলা বৈশাখ! বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। আপনার স্বপ্ন সত্য হোক এবং আপনার হৃদয় আনন্দে পূর্ণ হোক। আমরা যখন বাংলা নববর্ষ উদযাপন করি, আসুন নতুন সূচনাকে আলিঙ্গন করি এবং পুরানো স্মৃতিকে লালন করি। শুভ পহেলা বৈশাখ! বাংলা নববর্ষ আপনাদের জন্য নিয়ে আসুক নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন আকাঙ্খা। শুভ নববর্ষ! আসুন বাংলা নববর্ষকে স্বাগত জানাই মুখে হাসি আর হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে। আপনার সামনে একটি বিস্ময়কর বছর কামনা করছি। আসুন বাংলা নববর্ষের চেতনা উদযাপন করি এবং আমরা যেখানেই যাই সেখানে ভালবাসা এবং আনন্দ ছড়িয়ে দেই। শুভ নববর্ষ! ১লা বৈশাখের শুভেচ্ছা বার্তা

Apr 25, 2025 - 19:00
 0  0
100+ বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা

বাংলা শুভ নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের ও আনন্দের সহিত পালন করা হয়। এই দিনে বাঙ্গালিরা নতুন বছরকে নতুন রুপে বরণ করে নেয়।

বাংলাদেশের ন্যায় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও নববর্ষের উৎসবে অংশ নেয়। সেই হিসেবে বাংলা নববর্ষ বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের বাঙালি এই দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি।

বাংলা নববর্ষের শুভেচ্ছা

বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা বাংলা নববর্ষকে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য হিসেবে বরণ করে নেয়। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়।

নববর্ষের শুভেচ্ছা বার্তা

নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা।
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ !!
একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪৩০ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে।
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ।
নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়। শুভ নববর্ষ।
ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে, শুভ নববর্ষ ১৪৩০।
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান। পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ।
ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজবন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন। আসো তবে হাত মিলাই , মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪৩০।
পুরাতন বছরকে বিদায় জানাই, আসুন বাংলা নববর্ষকে স্বাগত জানাই উন্মুক্ত বাহু ও আশায় ভরা হৃদয় নিয়ে। শুভ পহেলা বৈশাখ!
বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। আপনার স্বপ্ন সত্য হোক এবং আপনার হৃদয় আনন্দে পূর্ণ হোক।
আমরা যখন বাংলা নববর্ষ উদযাপন করি, আসুন নতুন সূচনাকে আলিঙ্গন করি এবং পুরানো স্মৃতিকে লালন করি। শুভ পহেলা বৈশাখ!
বাংলা নববর্ষ আপনাদের জন্য নিয়ে আসুক নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন আকাঙ্খা। শুভ নববর্ষ!
আসুন বাংলা নববর্ষকে স্বাগত জানাই মুখে হাসি আর হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে। আপনার সামনে একটি বিস্ময়কর বছর কামনা করছি।
আসুন বাংলা নববর্ষের চেতনা উদযাপন করি এবং আমরা যেখানেই যাই সেখানে ভালবাসা এবং আনন্দ ছড়িয়ে দেই। শুভ নববর্ষ!

১লা বৈশাখের শুভেচ্ছা বার্তা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow