অঞ্জলি
প্রীতিশ বাবু গল্প বলেন। বিভিন্ন রকম গল্প। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত—সব। তাঁর মুখে হাসির গল্প শুনলে যেমন হাসি পায়, তেমনি করুণ কাহিনি শুনলেও কান্না এসে যায়। প্রতিটি গল্প তিনি প্রাণবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন। বলার মাধ্যমে যেন ঘটনাগুলো সামনে নিয়ে আসেন। বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তোলেন।
What's Your Reaction?






