আবু সাঈদের আত্মত্যাগ আমাদের যে শিক্ষা দিয়ে গেল
গত বছরের ১৬ জুলাই দুই হাত ছড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ দাবানলের মতো ছড়িয়ে পড়লেন দেশের প্রতিটি মুক্তিকামী মানুষের শিরা–উপশিরায়। ১৭ তারিখ পত্রিকায় তাঁর আত্মদানের খবর পড়েছি। কিন্তু সন্ধ্যা নাগাদ যখন তাঁর জীবনের শেষ মুহূর্তগুলোর ভিডিও সামনে চলে এল, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একের পর এক গুলি চলছে, নির্ভীক দাঁড়িয়ে আছেন আবু সাঈদ, প্রতিরোধ, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে।

What's Your Reaction?






