একই মানুষ, ভিন্ন ছায়া
ওর সঙ্গে আমার বন্ধুত্ব তেমন জোরালো না হলেও বেশ ছিল। আমিও বেপরোয়া, রাজনীতির সঙ্গে জড়িত; তবে কোনো উদ্দেশ্য ছাড়া। ও আমায় একদিন জিজ্ঞেস করেছিল, ‘তুই রাজনীতি কেন করিস?’ উত্তর দিয়েছিলাম, ‘কী জানি, অভিজ্ঞতা নিতে ইচ্ছা করল তাই জড়িয়ে পড়লাম!’ উত্তর শুনে ও খুব হেসেছিল। বলেছিল, ‘এটাই জীবন, অভিজ্ঞতা অর্জন করা ভালো।’ মিরাজ কোনো বিশেষ রাজনৈতিক মতবাদে বিশ্বাসী নয়। কখনো বামপন্থী, কখনো ডানপন্থী, কখনো নিরপেক্ষ।
What's Your Reaction?






