একজন মায়ের ত্যাগের গল্প ‘কখনো আমার মাকে’
পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘“কখনো আমার মাকে” বইটি মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের উৎসর্গ করে লিখেছেন আনিসুল হক। একজন মায়ের শক্তি, সংগ্রাম, ত্যাগ চমৎকারভাবে ফুটে উঠেছে বইটিতে। মায়ের আদর-শাসন, দায়িত্ববান ভাইয়ের অস্তিত্ব সবকিছুই মনে গেঁথে রয়েছে।’
What's Your Reaction?






