একটি দীর্ঘ রাতের গল্প
চাঁদের স্নিগ্ধ রুপালি আভার পরশের মতন। নির্ঘুম চোখ তাকিয়ে আছে স্বপ্নের সিঁড়িতে অপেক্ষা করছি রাতজাগা পাখির ডাক শুনতে হঠাৎ হৃৎবনে ডেকে উঠল মায়ার চকোরীর সুর আমি তখনো নিমগ্ন বেহিসাবি তারা গুনতে গুনতে। একটি দীর্ঘ রাত কেটে গেছে সময়ের হাত ধরে ভোরের আলোর আশায় অন্ধকার থেকে দিবসের চোখে।
What's Your Reaction?






