করোটির কথামালা (পর্ব ৯)
আজ দশ বছর বিদেশে, বীথি। আমি একা নই, প্রত্যেক মানুষ, যাঁরাই আমার মতো প্রবাসী, সবার হয়ে বলতে পারি, কেউ মোট ৬০ সেকেন্ডও নিজের অতীত ভুলে থাকে না। প্রিয়জনকে ভুলে থাকে না। দেশকে ভুলে থাকে না। তবু বেঁচে থাকে মানুষ। এই এক অদ্ভুত জীবন আমরা পার করি, বীথি।
What's Your Reaction?






