তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস নিয়ে পাঠচক্র
উপন্যাসে খুনির কন্যার ঘরের নাতি, ঠ্যাঙাড়ের পুত্রের ঘরের নাতি, ডাকাতের ভাগনে, সিঁধেল চোরের পুত্র নিতাইচরণ, যে কিনা কবি হয়ে উঠল, সবার সে কি অবস্থা! এ কীভাবে সম্ভব? ডাকাত দলে নিজেকে আত্মসমর্পণ না করে সে বসবাস শুরু করে স্টেশনে আর সেখানে রাজা নামক মুটের সঙ্গে সখ্য গড়ে ওঠে। রাজার আত্মীয় ঠাকুরঝি বলা হতো যাকে, সে দুধ বেচতে আসত, কবির মনে ধরে যায় তাকে। তার বরন কালো হওয়া সত্ত্বেও সে পদ্য লেখে, ‘কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ ক্যানে?’
What's Your Reaction?






