তোমারে কে ভালোবাসে (পর্ব দুই)
দেখবা, রাত্রিও তোমারে তেমনই যত্নে রাখবে। রাতে বই পড়তে পড়তে চশমা চোখে দিয়ে না ঘুমিয়ে পড়ো। আলগোছে চশমা খুলে মাথা বালিশে দিয়ে চাদর দিয়ে দেবে গায়ে। রাতে দেরি হলে ভাত না খেয়ে বসে থাকবে। যা বলবা সব শুনবে। রবীন্দ্রসংগীত না ভালোবাসো। বৃষ্টির দিনে গেয়ে শোনাবে। পুরুষ মানুষের চাহিদার তো শেষ নেই। তা ছাড়া তোমারে তো আমি চিনি। যে প্রবল অধিকারবোধ তোমার। রাত্রির কাছেই নিজেকে সমর্পণ করো। রাত্রি মুক্তোকে মুক্তোর সম্মান দিয়েই সিঁথিতে রাঙিয়ে রাখবে। জানো তো, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অদেওয়ার মতো কিছু রাখে না। প্রকৃতির মতো মেয়েরাও উজাড় করে দিতে জানে। এই যে পৃথিবী এত নির্মমতার মধ্যেও মমতা পায়, তা কেবল মায়েদের জন্য।
What's Your Reaction?






