তোমায় খুঁজতে গিয়ে
তোমায় খুঁজতে গিয়ে আকাশ চষে বেড়াই, স্বপ্নে গাঁথা মনের ভেতর রঙিন ঘুড়ি উড়াই রামধনুটার সাতটি রঙের কোন রংটি তুমি? বলো যদি কোথায় আছ ছেড়ে দেব ভূমি। হন্যে হয়ে খুঁজছি আমি পূর্ণিমার ওই চাঁদে— সেথা দেখি একটি শালিক বসে শুধু কাঁদে, আমার মতো তারও নাকি সঙ্গী হারিয়েছে এই পৃথিবীর মায়া-মমতা সবই কেন মিছে! ওই আকাশের তারা হয়ে করছ বসবাস?
What's Your Reaction?