নিয়তি
কিছুক্ষণ হাঁটার পর একটু বসলাম। একটা ছোট ছেলে, বয়স তেরো বা চৌদ্দ হবে; কাছে এসে বলল, ‘দিদি বাদাম নেবেন?’ আমি বললাম লাগবে না। পরক্ষণেই ছেলেটার দিকে নজর পড়ল। গায়ের রং কালো, পাতলা গড়ন, চোখ দুটো বেশ মায়াবি, পরনে ছেঁড়া শার্ট, পায়ে জুতা নেই। মলিন মুখে ফিরে যাচ্ছিল সে। দেখে খুব মায়া হলো। পেছন থেকে ডাক দিলাম।
What's Your Reaction?