পাউরুটি-বিস্কুটেও বঞ্চনা, নিচুতলাবাসীর সুরক্ষায় আর থাকল কী
না, শীর্ষ সংবাদ শিরোনামে ছিল না খবরটি। বরং সংবাদপত্রের ভেতরের পাতায় ছোট্ট মুদ্রণে বেরিয়েছিল খবরটি। প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত ‘দেশের ৮৮% নিম্ন আয়ের মানুষ দিনে এক বেলা পাউরুটি-বিস্কুট খান’ শিরোনামের খবরটিতে দেখা যাচ্ছে, দেশের নিম্ন আয়ের মানুষদের প্রায় ৯০ শতাংশই ভাতের অভাবে দিনে এক বেলা রুটি বা বিস্কুট খাচ্ছেন।

What's Your Reaction?






