প্রকাশিত হলো চট্টগ্রাম বন্ধুসভার ভাঁজপত্র ‘বর্ষায় মনের বর্ষণ’
বর্ষার সেই অনুভূতির কথাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চট্টগ্রাম বন্ধুসভা প্রকাশ করেছে ভাঁজপত্র ‘বর্ষায় মনের বর্ষণ’। যেখানে বর্ষা নিয়ে বন্ধুদের লেখা কবিতা, অনুগল্প, অনুভূতি ও স্মৃতিচারণা প্রকাশিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর, নগরীর মেরিটাইম মিউজিয়ামে এটির মোড়ক উন্মোচন করা হয়।
What's Your Reaction?






