তৃষ্ণায় অস্তিত্বের আশঙ্কা জেগে উঠলেও
মনে পুষে রেখেছি
আরও কিছুদিন বেঁচে থাকার শখ।
প্রকৃতির কোলে একচিলতে ছায়া দখলে
ফুটে থাকব নাহয়।
অম্বরে ভেসে থাকা মেঘেরা জানুক—
পৃথিবীর প্রাণে গেঁথে থাকার
এই ফুলের কী প্রবল আকাঙ্ক্ষা!
তৃষ্ণায় অস্তিত্বের আশঙ্কা জেগে উঠলেও
মনে পুষে রেখেছি
আরও কিছুদিন বেঁচে থাকার শখ।
প্রকৃতির কোলে একচিলতে ছায়া দখলে
ফুটে থাকব নাহয়।
অম্বরে ভেসে থাকা মেঘেরা জানুক—
পৃথিবীর প্রাণে গেঁথে থাকার
এই ফুলের কী প্রবল আকাঙ্ক্ষা!