বন্ধুর গান প্রতিযোগিতার তৃতীয় ধাপ শেষ, চূড়ান্ত ১০ জনের অপেক্ষা
প্রথম ধাপে আশিজনের বেশি প্রতিযোগী কোনো বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গান রেকর্ড করে পাঠিয়েছিলেন। সেখান থেকে নির্বাচিত হন ৩০ জন। দ্বিতীয় ধাপে তাঁদের বাদ্যযন্ত্রসহ গান রেকর্ড করে পাঠানোর টাস্ক দেওয়া হয়। বিচারকদের কঠোর যাচাই–বাছাই শেষে তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হন ১৬ জন প্রতিযোগী।
What's Your Reaction?






