বিরহী তখন
বহুদিন হলো মানুষের ভিড়ে মানুষগুলো শকুন মনে হয় সেখানে নিজের ছায়াটাই আশ্চর্য আমার ছায়াতে স্পষ্ট ভালুক চিত্র। মরুতে মরূদ্যান নয় জীবনের স্তরে একটা ছোটখাটো বাগান হলেই দুর্দান্ত অথচ এখানে নদী আছে জল নেই কঙ্কালের মতো মনে হয় প্রতিটি যুগল। জীবন বিপন্ন যখন তোমাতে মগ্ন তখন পৃথিবীটা অবাঞ্ছিত, তুচ্ছ মৃত্তিকা।
What's Your Reaction?