বড়বেলার ঈদ আনন্দ
সারা দিন দুরন্তপনায় মেতে থাকা আমি সময়ের পালাক্রমে কখন যেন ঘরকুনো হয়ে গেলাম, মনে নেই। প্রিয়াংকা জীবনে আসার পর এখন বেশ পরিবর্তন হয়েছে। এখন ঈদ আনন্দটা যেন রেস্টুরেন্টকেন্দ্রিক হয়ে গেছে। পরপর কয়েকটা রেস্টুরেন্টে গিয়ে ছবি না দিলে যেন ঈদ অপূর্ণ থাকে। সবার মতো একই স্রোতে ঘুরছি, খাচ্ছি, হাসছি আর ভাবছি, দিনগুলো বেশ ভালোই কাটাচ্ছি।
What's Your Reaction?






