ভালোবাসায় বাঁচার লড়াই ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘হে আল্লাহ, তুমি কত দূরে’—আজকের কত সহজ যোগাযোগমাধ্যম ভিডিও কলে মুখোমুখি কথা বলা সত্ত্বেও দেশের মাটিতে বসে প্রেমিকা শারমিনের কণ্ঠে বিদেশে পড়তে যাওয়া তার প্রেমিক ফারহানের জন্য বারবার দীর্ঘশ্বাস আসে। শারমিন চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণ ঘরে-বাইরে যুদ্ধে বারবার পর্যুদস্ত হয়ে আকুল নয়নে প্রেমিকের জন্য কেঁদে ভাসায়, আমাদের হৃদয়ের কোনায় কোনায় তোলপাড় হয়।
What's Your Reaction?






