যে চোখ প্রথম দেখেছিল

যিনি প্রথমে দেখেছিলেন শরতের স্নিগ্ধ প্রভাতে শিশিরসিক্ত ঘাসফুলের হাসি; তিনি একজন কবি। কবির চোখের ভেতর ব্রহ্মাণ্ড দৃষ্টি নিমেষেই পাড়ি দেয় বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তার বুকের চৌহদ্দির ভেতরে অতল সমুদ্র, পাহাড়, ঝরনা, নদীগুলো সুখ-দুঃখের কথা নিয়ে ফিরে আসে হৃদি মোহনায়। তিনি অনুপ্রাস, দ্যোতনায় আঁকেন প্রকৃতির রূপ, সৌন্দর্য, উপমা।

Oct 18, 2023 - 03:00
 0  4
যিনি প্রথমে দেখেছিলেন শরতের স্নিগ্ধ প্রভাতে শিশিরসিক্ত ঘাসফুলের হাসি; তিনি একজন কবি। কবির চোখের ভেতর ব্রহ্মাণ্ড দৃষ্টি নিমেষেই পাড়ি দেয় বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তার বুকের চৌহদ্দির ভেতরে অতল সমুদ্র, পাহাড়, ঝরনা, নদীগুলো সুখ-দুঃখের কথা নিয়ে ফিরে আসে হৃদি মোহনায়। তিনি অনুপ্রাস, দ্যোতনায় আঁকেন প্রকৃতির রূপ, সৌন্দর্য, উপমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow