যেখানে কথা ফুরায়, সেখানে গানে বলে ওঠেন রবীন্দ্রনাথ
‘গীতবিতান’ কেবল একটি গানের সংকলন নয়, এ যেন এক নীরব আত্মার আলাপ, এক নিঃশব্দ কান্নার অনুবাদ। কখনো প্রেম, কখনো বিরহ, কখনো আত্মদর্শনের আহ্বান—এই সবকিছু মিলেই ‘গীতবিতান’। বৃষ্টির শব্দের সঙ্গে মিলে যায় সেদিনকার কোনো এক গান ‘আমার এ পথ চাওয়াতেই আনন্দ…’ কিংবা ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে…’ যেন সব গান তোমার বর্তমান অনুভবকে প্রতিধ্বনিত করে।
What's Your Reaction?






