রিস্টার্ট
আয়নার দিকে তাকালেই চোখে পড়ে ব্যর্থতা চিহ্ন পুণ্যের মাঠে জমে গেছে অধিক আগাছা, জঞ্জাল। শেষমুহূর্তে কেবল মনে হয় রিস্টার্ট যদি হতো জীবনের নতুন সকাল, নতুন শরীর, একেবারে পবিত্র মন পেতাম তবে সফটওয়্যারে জীবন চলে না; এখানে ডিলেট নেই আছে শুধু দাহ-যন্ত্রণা আর অনুতাপ; নাহয় রিস্টার্ট দিতাম।
What's Your Reaction?






