রুম নম্বর ২১৩
রাত ২টা ৪৭ মিনিট। একজন অচেনা মানুষ ভেতরে ঢুকেছে। নাম আবির। পেশায় ফরেনসিক অ্যানালিস্ট। তবে এখানে সে এসেছে একটা অব দ্য রেকর্ড মিশনে। গত দুই মাসে তিনজন সরকারি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। সবার শরীরে পাওয়া গেছে একই রকম রক্তজমাট দাগ, মস্তিষ্কে গোপন ইনপ্লান্টের চিহ্ন, আর কানে একটা নির্দিষ্ট সিগন্যালের ছাপ। তাদের মধ্যে একমাত্র মিল হলো—প্রত্যেকেই ১৫ বছর আগে সেন্ট অ্যাগাথাতে এক গোপন গবেষণায় যুক্ত ছিলেন, প্রজেক্ট রেডমাইন্ড।
What's Your Reaction?






