শওকত আলীর উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’ নিয়ে পাঠচক্র

বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক পাওয়া এই লেখকের একেবারে প্রথম না হলেও শুরুর দিকের (১৯৮৪) রচনা এই ঐতিহাসিক উপন্যাস। যে সময়ের ইতিহাস এই গ্রন্থ বর্ণনা করে, তা দ্বাদশ শতাব্দীর বাংলা, যখন বাংলার শেষ রাজা লক্ষ্মণ সেনের রাজত্বকাল প্রায় ক্ষীয়মাণ। তুর্কি মুসলমানরা বখতিয়ার খিলজির নেতৃত্বে একের পর এক নগর জয় করে ক্রমে অগ্রসর হচ্ছে তৎকালীন রাজধানী নদীয়ার দিকে।

May 4, 2025 - 05:00
 0  0
বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক পাওয়া এই লেখকের একেবারে প্রথম না হলেও শুরুর দিকের (১৯৮৪) রচনা এই ঐতিহাসিক উপন্যাস। যে সময়ের ইতিহাস এই গ্রন্থ বর্ণনা করে, তা দ্বাদশ শতাব্দীর বাংলা, যখন বাংলার শেষ রাজা লক্ষ্মণ সেনের রাজত্বকাল প্রায় ক্ষীয়মাণ। তুর্কি মুসলমানরা বখতিয়ার খিলজির নেতৃত্বে একের পর এক নগর জয় করে ক্রমে অগ্রসর হচ্ছে তৎকালীন রাজধানী নদীয়ার দিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow