শ্রাবণের বিকেলে ‘ঘরে বাইরে’ উপন্যাস নিয়ে পাঠচক্র

বন্ধুদের আলোচনায় উঠে আসে, ‘ঘরে বাইরে’ দেশ, প্রেম ও আত্মোপলব্ধির এক সাহসী উপাখ্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটি কেবল সাহিত্য নয়, বরং ইতিহাস, সমাজ, রাজনীতি ও নারীর আত্মসচেতনতার এক মোহনীয় দলিল। ১৯১৬ সালে প্রকাশিত এই উপন্যাসে নিখিল, বিমলা ও সন্দীপ—এই তিন চরিত্রের ভেতর দিয়ে ফুটে ওঠে আদর্শ ও বাস্তবতার সংঘাত।

Jul 28, 2025 - 16:01
 0  0
বন্ধুদের আলোচনায় উঠে আসে, ‘ঘরে বাইরে’ দেশ, প্রেম ও আত্মোপলব্ধির এক সাহসী উপাখ্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটি কেবল সাহিত্য নয়, বরং ইতিহাস, সমাজ, রাজনীতি ও নারীর আত্মসচেতনতার এক মোহনীয় দলিল। ১৯১৬ সালে প্রকাশিত এই উপন্যাসে নিখিল, বিমলা ও সন্দীপ—এই তিন চরিত্রের ভেতর দিয়ে ফুটে ওঠে আদর্শ ও বাস্তবতার সংঘাত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow