সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে পাঠচক্রের আসর
পাঠচক্রের মূল আলোচনায় দপ্তর সম্পাদক ফাহিম আসেফ বলেন, ভারতীয় চলচ্চিত্রজগতের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন। ‘পথের পাঁচালী’ (১৯৫৫) দিয়ে তাঁর চলচ্চিত্রজীবন শুরু হয়। এরপর ‘অপরাজিত’, ‘অপুর সংসার’, ‘চারুলতা’, ‘গুপী গাইন বাঘা বাইন’সহ অসংখ্য কালজয়ী ছবি নির্মাণ করেন। শিশুকিশোর সাহিত্যে ফেলুদা ও প্রফেসর শঙ্কুর মতো জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন। চলচ্চিত্র, সাহিত্য ও সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাডেমির অনারারি (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পুরস্কার এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। ১৯৯২ সালের ২৩ এপ্রিল তাঁর মৃত্যু ঘটলেও তিনি আজও এক অনন্য সাংস্কৃতিক প্রতিভা হিসেবে স্মরণীয়।
What's Your Reaction?






