সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতু স্মরণসভা

সভায় জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুনের সঞ্চালনায় বক্তারা বলেন, এই শহরে গৌরী চন্দ সিতু একজনই। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তিনি একধারে ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম জনপ্রিয়তম একজন সংগঠক ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে প্রথম আলো বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখা, সচেতন নাগরিক কমিটি-সনাক, কল্যাণী মহিলা সংসদ, মহনন্দা প্রবীণ নিবাসসহ অনেক সংগঠনেই নিবেদিত একজন মানুষ ছিলেন যেমন, তেমনি একজন সাহসী নারীও ছিলেন। নারী নির্যাতনসহ নানা অন্যায়ের প্রতিবাদে বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখাসহ বিভিন্ন সংগঠন আয়োজিত সব কর্মসূচিতে তাঁকে দেখা যেত। তিনি অনুসরণযোগ্য একজন মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ ছিলেন।

May 11, 2025 - 00:00
 0  5
সভায় জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুনের সঞ্চালনায় বক্তারা বলেন, এই শহরে গৌরী চন্দ সিতু একজনই। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তিনি একধারে ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম জনপ্রিয়তম একজন সংগঠক ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে প্রথম আলো বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখা, সচেতন নাগরিক কমিটি-সনাক, কল্যাণী মহিলা সংসদ, মহনন্দা প্রবীণ নিবাসসহ অনেক সংগঠনেই নিবেদিত একজন মানুষ ছিলেন যেমন, তেমনি একজন সাহসী নারীও ছিলেন। নারী নির্যাতনসহ নানা অন্যায়ের প্রতিবাদে বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখাসহ বিভিন্ন সংগঠন আয়োজিত সব কর্মসূচিতে তাঁকে দেখা যেত। তিনি অনুসরণযোগ্য একজন মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow