হৃদয়ের আয়নায় জীবনের প্রতিচ্ছবি
‘প্রহর ও প্রতিচ্ছবি’ নাটকটি দুটি ভিন্ন ভিন্ন গল্পে ভাগ করা হয়। প্রথম গল্পে উঠে আসে সমাজে চুপচাপ থাকা মেয়েদের অন্তর্দ্বন্দ্ব, আত্মত্যাগ ও নিজের জীবনে নিজেই আলো হয়ে ওঠার সংগ্রাম। দ্বিতীয় অংশে ছিল ভাঙা সম্পর্ক, না–বলা কথার নীরবতা এবং নতুন করে গড়ে তোলার সাহসের গল্প। নাট্য পরিবেশনায় অংশগ্রহণ করেন বন্ধু কিশোর দাস, মিনথিয়া রহমান, যুবরাজ রায়, রাজিয়া সুলতানা। নাট্য নির্দেশনা ও গল্প লেখেন ফারিয়া হক। নাটক পরিচালনায় সার্বিক সংযোগিতা করেন বন্ধু ফয়সাল আহমেদ।
What's Your Reaction?






