৩০০ বছরের প্রাচীন রহস্যময় এক গুহা

প্রাচীন আবহে আলো-ছায়ার মায়াজালে ঘেরা এক গুহা। পিচ্ছিল ও পাথুরে পথের সুরঙ্গটির তলদেশে রয়েছে একটি প্রবহমান ঝরনা। এর ইতিহাসটাও অদ্ভুত। অনেকে বলে থাকেন, কয়েক শ বছর আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এই অঞ্চলে। সেখান থেকেই পাহাড়ের পাদদেশে এই গুহার সৃষ্টি। আবার অনেকে বলেন, পাহাড়ের ঝরনার কারণে সৃষ্ট ফাটল থেকে ধীরে ধীরে তৈরি হয় এই গুহা, যা এখন আলুটিলা গুহা নামে পরিচিত।

Oct 19, 2023 - 11:00
 0  4
৩০০ বছরের প্রাচীন রহস্যময় এক গুহা
প্রাচীন আবহে আলো-ছায়ার মায়াজালে ঘেরা এক গুহা। পিচ্ছিল ও পাথুরে পথের সুরঙ্গটির তলদেশে রয়েছে একটি প্রবহমান ঝরনা। এর ইতিহাসটাও অদ্ভুত। অনেকে বলে থাকেন, কয়েক শ বছর আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এই অঞ্চলে। সেখান থেকেই পাহাড়ের পাদদেশে এই গুহার সৃষ্টি। আবার অনেকে বলেন, পাহাড়ের ঝরনার কারণে সৃষ্ট ফাটল থেকে ধীরে ধীরে তৈরি হয় এই গুহা, যা এখন আলুটিলা গুহা নামে পরিচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow