জীবনের কাছে প্রশ্ন
জীবনের কাছে আমার একটা প্রশ্ন সুখগুলো কেন একসুতোয় বাঁধা নয়? দুঃখরা একসঙ্গে দল বেঁধে ঠিকই হানা দেয়। চাওয়া তো হারিয়ে গেছে, পাওয়াও বহুদূর এগিয়েছে। যেখানে অন্ধকার নিজেরে হারায় আমাকে যেন সেখানেই মানায়। ভেঙে যাচ্ছে মন গভীর থেকে গভীরে নাকি ডুবে যাচ্ছি কোনো এক মহারাজের গহ্বরে।
What's Your Reaction?