জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করে ‘আদর্শ হিন্দু হোটেল’
উপন্যাসের মূল চরিত্রে হাজারি ঠাকুর, যিনি মধ্যবয়সী একজন ব্রাহ্মণ। পেশায় রাঁধুনি, রাণাঘাট রেলস্টেশনে বেচু চক্রবর্তীর খাবার হোটেলে সাত টাকা বেতনে চাকরি করেন। যদিও তাঁর রান্নার হাত ছিল ভালো; তবে হোটেলের ভেতরের অনিয়ম, দুর্নীতিগ্রস্ত আচরণের বিপক্ষে থাকলেও সামান্য রাঁধুনি হওয়ার কারণে কিছু বলার ক্ষমতা ছিল না। বিশেষ করে হোটেলের ঝি পদ্ম প্রায়ই হোটেলের খাবার চুরি করতেন, আর সুযোগ পেলেই হাজারি ঠাকুরকে অপমান করতেন। এত অপমান আর বাধার মধ্যেও তাঁর একটা নিজস্ব হোটেল চালু করার স্বপ্ন চাপা পড়ে যায়নি।
What's Your Reaction?






