বিরে গারস: যে কুয়ায় নবীজি (সা.) গোসল করতেন
মহানবী (সা.) এই কুয়ার পানি পান করতেন, অজু করতেন এবং এর পানি দিয়ে গোসল করতেন। আলী (রা.) বলেন, রাসুল (সা.) অসিয়ত করেছিলেন, ইন্তেকালের পর কুয়ার পানি দিয়ে যেন তাকে গোসল দেওয়া হয়। আলী (রা.) সেই নবীজির অসিয়ত বাস্তবায়ন করেছিলেন।

What's Your Reaction?






