মনোকাশ
আমার হাসিতে বজ্রধ্বনি, থমথমে ভাব কান্নায় জল ঝরে না বৃষ্টিতে, অস্থিরতার জটলা পাকানো শ্বাসে উষ্কখুষ্ক তামাটে বর্ণের সবুজ অরণ্য। কালো মেঘের ছায়ায়—স্বস্তি নেই, ভবঘুরে ক্লান্তির! নিমন্ত্রিত অতিথির তালিকায় নাম নেই সুখের, আহত হয়ে শয্যাশায়ী শান্তি—অসময়ের বজ্রপাতে। জ্যোৎস্না নেই, এখানে অমাবস্যার অস্তিত্ব নেই! অচেনা প্রেম, সহানুভূতি নেই সূর্যের, চোখে পড়ে না চাঁদ;
What's Your Reaction?