মায়ের ইচ্ছেপূরণ
একদিন সন্ধ্যায় মা মাগরিবের নামাজ শেষে খাবার টেবিলে বসে আছেন। হঠাৎ আমার ছোট বোনকে দেখে বললেন, ‘আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। একদম টক, ঝাল মিশিয়ে।’ আমি পাশের ঘর থেকে কথাটা শুনলাম। তবে খুব আফসোস হলো। মানিব্যাগে সেদিন মাত্র বিশ টাকার একটা ছেঁড়া নোট ছিল। ভাবতে লাগলাম, কী করা যায়। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। এক সপ্তাহ আগে একজনের একটা কনটেন্ট লিখে দিয়েছিলাম। দুদিন পর সম্মানী পাঠানোর কথা। ব্যস, মনে মনে সেটি হাতে পাওয়ার প্রহর গুনছিলাম। তিনি অবশ্য পরদিনই আমাকে সম্মানী পাঠিয়ে দিলেন। আমি তো খুশিতে আত্মহারা। এটিই ছিল লেখালেখি থেকে আমার প্রথম আয়।
What's Your Reaction?






