সুচিত্রা মিত্র: রবীন্দ্রনাথের গানের মাধ্যমে যিনি অমৃতের সন্ধান দিয়েছিলেন
আক্ষরিক অর্থে শিল্পী বলতে যা বোঝায়, সুচিত্রা মিত্র ছিলেন তা-ই। শিল্পের কত যে শাখায় তিনি কাজ করেছেন, যা এককথায় বলে বোঝানো যাবে না। রবীন্দ্রসংগীত নিয়ে প্রবন্ধ রচনা, ছোটগল্প ও ছড়া লেখা, ছড়ার সঙ্গে ছবি আঁকা, পুতুল তৈরি আরও কত কী! রবীন্দ্রনাথের গানের ভেতর যে নাটকীয়তা রয়েছে, তার সংহত রূপটি তিনি কণ্ঠের পূর্ণ ব্যবহারে ছবি এঁকে দিতে পারতেন। সুচিত্রা মিত্রই আমাদের বুঝিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথের গান কেবল কণ্ঠের গান নয়, এ হৃদয়ের গান এবং একে হৃদয় দিয়েই গ্রহণ করতে হয়।
What's Your Reaction?