হারিয়ে যাই নিসর্গের তেপান্তরে
জামালপুরে সদরে থাকা হয়। মন খারাপ হলে সবকিছু ছেড়েছুড়ে বেরিয়ে পড়ি ঘর থেকে। নগরের কাঠফাটা রোদ্দুরের তাপ গায়ে মেখে হেঁটে চলার সময় শরীরে যে দমকা হাওয়া বয়ে যায়, তা বিষণ্নতাকে কিঞ্চিৎ পরিমাণ হলেও কমিয়ে দেয়। পাঁচ রাস্তা থেকে হাঁটতে হাঁটতে নেমে পৌঁছে যাই চার রাস্তায়। চার রাস্তায় প্রকাণ্ড এক বাসার সামনে ডালপালা ছড়িয়ে দেওয়া এক বাগানবিলাসগাছ চোখে পড়ে। সেখানে বেঞ্চিতে বসে এক কাপ ধূমায়িত লাল চা খেতে পারলে তৃষ্ণা মিটে যায়। চা আর বাগানবিলাস পাশাপাশি, এমনই এক মুহূর্তে মরে যাক সব দুঃখবিলাস।
What's Your Reaction?






