উচ্চপদস্থ লাল পিঁপড়া

হাওয়া মলিন, বিদগ্ধ সমাজ, আছে ধ্বংসাবশেষ। মিছিল উঠিলে গণ–আন্দোলন, তারপর সবই শেষ। কোথায় ধর্ষক, কোথায় ধর্ষিতা। হারাতে নেই রেশ। পত্রিকা আর সমাচারে বদ্ধ এ দেশ। ঘটনার ওপর ঘটনা চাপে। তুমি আমি বললে হবে? এত সমাজের ক্লেশ। সমাজের উচ্চপদস্থ কর্তাগণ ধামাচাপা দিতে পারে।

Oct 19, 2023 - 19:00
 0  4
হাওয়া মলিন, বিদগ্ধ সমাজ, আছে ধ্বংসাবশেষ। মিছিল উঠিলে গণ–আন্দোলন, তারপর সবই শেষ। কোথায় ধর্ষক, কোথায় ধর্ষিতা। হারাতে নেই রেশ। পত্রিকা আর সমাচারে বদ্ধ এ দেশ। ঘটনার ওপর ঘটনা চাপে। তুমি আমি বললে হবে? এত সমাজের ক্লেশ। সমাজের উচ্চপদস্থ কর্তাগণ ধামাচাপা দিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow