ঘুরে এলাম কাদিগড় জাতীয় উদ্যান
বনে প্রবেশের শুরুতেই কিচিরমিচির শব্দ করে স্বাগত জানাল বানর। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, চারদিকে সবুজের সমারোহ এবং পাখপাখালির কলকাকলি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির এই উদ্যানে শাল, মনমোহিনী গজারি বাগান, সেগুন বাগান বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ বৃক্ষের দেখা পাওয়া যায়। প্রাণিকুলের মধ্যে হনুমান, বানর, শিয়াল, শজারু, মেছো বিড়াল, বনবিড়াল, বাগডাশ ও বেজি রয়েছে। এ ছাড়া আছে কয়েক প্রজাতির সাপ, ব্যাঙ, তক্ষক ও গুইসাপ। হরেক রকমের পাখির কিচিরমিচির আর প্রজাপতির রঙিন পাখা মেলে উড়াউড়ি সত্যিই বিমোহিত করে।
What's Your Reaction?