ঘৃণা নয়, ভালোবাসাই পারে মাদকাসক্তকে ফিরিয়ে আনতে
যে ব্যক্তি মাদক সেবন করে—হয়তো সে ভেঙে পড়েছে, হতাশ, অসহায় বা ভুল দিশায় পথ হাঁটছে। এই অবস্থায় যদি তাকে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে সে কখনোই ফিরে আসতে পারবে না। আর যদি হাত বাড়িয়ে দেওয়া হয়; একটুকু ভরসা, সহানুভূতির একটি কথা, ভালো থাকার একটা পথ দেখানো—তবেই সে সাহস পাবে বদলানোর। ভালোবাসা বদলে দিতে পারে জীবন।
What's Your Reaction?






