প্রেমদেবী

দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর; পার করেছি আমার মধুমাখা উত্তাল যৌবন, এখনো হৃদয় গভীরে সমুদ্রের ঢেউ ঝড় তুলে কলকল। এই রঙিন জগৎ তন্নতন্ন করে খুঁজছি ইচ্ছে ঘুড়িতে চড়ে; কোথাও পাইনি তাঁর কোনো সন্ধান। ওই আকাশে-বাতাসে, গিরি-পর্বত, সমুদ্র-সৈকত, কিংবা পরির দেশ অথবা দেশ-দেশান্তর— কোথাও পাইনি তাঁকে খুঁজে বিশ্বসংসার তন্নতন্ন করে।

Oct 18, 2023 - 11:00
 0  3
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর; পার করেছি আমার মধুমাখা উত্তাল যৌবন, এখনো হৃদয় গভীরে সমুদ্রের ঢেউ ঝড় তুলে কলকল। এই রঙিন জগৎ তন্নতন্ন করে খুঁজছি ইচ্ছে ঘুড়িতে চড়ে; কোথাও পাইনি তাঁর কোনো সন্ধান। ওই আকাশে-বাতাসে, গিরি-পর্বত, সমুদ্র-সৈকত, কিংবা পরির দেশ অথবা দেশ-দেশান্তর— কোথাও পাইনি তাঁকে খুঁজে বিশ্বসংসার তন্নতন্ন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow