বর্ষাবন্দনায় কবিতা, আড্ডা ও গানের আসর
বর্ষাকাল নিয়ে লেখা নিজের স্বরচিত কবিতা ‘হঠাৎ যদি নামে বৃষ্টি’ আবৃত্তি করেন দপ্তর সম্পাদক আসেফ উৎস। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘আষাঢ়’ কবিতাটিও আবৃত্তি করেন। সুকুমার রায়ের লেখা ‘বর্ষার কবিতা’ আবৃত্তি করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান। গান পরিবেশন করেন বন্ধু সাদিয়া কুলসুম ও মাহমুদা আক্তার।
What's Your Reaction?






