মিষ্টির দামে ঠোঙ্গা বিক্রি, প্র*তা*রণা হাতেনাতে ধরা | Daily Issues | বিএসটিআই | BSTI

#daily_issues #vokta_odhikar #bsti ০৯.০৭.২০২৩ তারিখে ঢাকা মহানগরের তেজগাঁও, শি/এ, থানাধীন তেজগাঁও, শি/এ, থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুসারে " এস আর এন্টারপ্রাইজ (পেট্রোল পাম্প এন্ড সার্ভিসিং), ৪৯, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, রসুলবাগ, মহাখালী, ঢাকা ও রয়েল ফিলিং স্টেশন, ৫১/১, শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, মহাখালী, ঢাকা প্রতিষ্ঠানের সবকটি ডিসপেন্সিং নজেলের ওজনমাপ সঠিক থাকায় এবং বিএসটিআই এর সকল পেপার্স সঠিক থাকায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া, তেজগাঁও, শি/এ, থানাধীন জয়পুর,সুইটস এন্ড এগ্রোজ ফুড ইন্ডাস্ট্রিজ লি:, ২৩২/২৩৪, তেজগাঁও, শি/এ, ঢাকা তে, মিস্টির ০১ ( এক) কেজি ওজনে, কম (০১ কেজি থেকে ৬২ গ্রাম) থাকার কারণে উক্ত প্রতিষ্ঠানকে, ৳ ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন , ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো। চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন। ফেসবুক পেইজ লিংক: Daily Issues Contact us: [email protected] #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Oct 20, 2023 - 08:00
 0  2
মিষ্টির দামে ঠোঙ্গা বিক্রি, প্র*তা*রণা হাতেনাতে ধরা | Daily Issues | বিএসটিআই |  BSTI

#daily_issues #vokta_odhikar #bsti


০৯.০৭.২০২৩ তারিখে ঢাকা মহানগরের তেজগাঁও, শি/এ, থানাধীন তেজগাঁও, শি/এ, থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুসারে " এস আর এন্টারপ্রাইজ (পেট্রোল পাম্প এন্ড সার্ভিসিং), ৪৯, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, রসুলবাগ, মহাখালী, ঢাকা ও রয়েল ফিলিং স্টেশন, ৫১/১, শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, মহাখালী, ঢাকা প্রতিষ্ঠানের সবকটি ডিসপেন্সিং নজেলের ওজনমাপ সঠিক থাকায় এবং বিএসটিআই এর সকল পেপার্স সঠিক থাকায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া, তেজগাঁও, শি/এ, থানাধীন জয়পুর,সুইটস এন্ড এগ্রোজ ফুড ইন্ডাস্ট্রিজ লি:, ২৩২/২৩৪, তেজগাঁও, শি/এ, ঢাকা তে, মিস্টির ০১ ( এক) কেজি ওজনে, কম (০১ কেজি থেকে ৬২ গ্রাম) থাকার কারণে উক্ত প্রতিষ্ঠানকে, ৳ ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন , ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues

Contact us: [email protected]

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow