অথবা শরতের অদৃশ্য বাতাস।
দিনমান ছুঁয়ে যেতাম তোমার চুল,
শিহরণে রেখে যেতাম
আমার সঙ্গে থাকার গল্প।
যদি অনুমতি দিতে,
তবে আরও ঘনিষ্ঠ হতাম।
সশরীরে না হোক, নীরবে,
হিমেল বাতাসের মতো জড়িয়ে।
অথবা শরতের অদৃশ্য বাতাস।
দিনমান ছুঁয়ে যেতাম তোমার চুল,
শিহরণে রেখে যেতাম
আমার সঙ্গে থাকার গল্প।
যদি অনুমতি দিতে,
তবে আরও ঘনিষ্ঠ হতাম।
সশরীরে না হোক, নীরবে,
হিমেল বাতাসের মতো জড়িয়ে।