যুদ্ধের আঁধারে আনা ফ্রাঙ্কের ডায়েরি: স্বাধীনতা ও জীবনের স্বপ্ন
পাঠ আলোচনায় যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান বলেন, ‘আনা ফ্রাঙ্কের ডায়েরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি-অধিকৃত নেদারল্যান্ডসে লুকিয়ে থাকা এক ইহুদি কিশোরীর বাস্তব অভিজ্ঞতার দলিল। আনা তার ১৩তম জন্মদিনে একটি ডায়েরি পায়, যেখানে সে নিজের অনুভূতি, ভয়, স্বপ্ন ও আশার কথা লেখে। দুই বছর গোপন আশ্রয়ে থাকার পর ১৯৪৪ সালে তারা ধরা পড়ে এবং তাদের কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানে আনার মৃত্যু ঘটে। শুধু তার বাবা অটো ফ্রাঙ্ক বেঁচে ফিরে আসেন এবং ডায়েরিটি প্রকাশ করেন।’
What's Your Reaction?






