যেভাবে করতে হয় জাকাতের হিসাব
অর্থসম্পদ যেদিন নিসাব পর্যায়ে পৌঁছাবে, সেদিন থেকেই জাকাতের বর্ষগণনা শুরু হবে। নিসাব পরিমাণ এবং এর বেশি সম্পদের মালিককে তার জাকাতযোগ্য সব সম্পদের হিসাব অনুযায়ী প্রতিবছর আড়াই শতাংশ (৪০ ভাগের ১ ভাগ) হারে দিতে হয়। সামর্থ্যবান মুসলমানের পক্ষে জাকাত দেওয়া ফরজ।
What's Your Reaction?