প্রত্যাশার জলছাপ
কিছু প্রত্যাশা ঘুমঘোর স্বপ্নের মতো সময়ের শাসনে পলাতক ফেরারি। প্রত্যাশিত ছিল এমন অবান্তরও নয়... তবুও, বুকে বিঁধে আছে খসখসে সংশয়। দুঃশাসনের বিরুদ্ধে খুঁজেছে আশ্রয় ঠিকানাবিহীন উদাসী বেহুলার ভেলায়। অপরাধ বোধ নিঃশব্দে বিদগ্ধ করে যখন; পৃথিবীর বুকে চলে দুর্বৃত্তের প্রজনন, রাজ্যের ভাঁজে ভাঁজে একরাশ বিষাদ তখন; বর্ণহীন অনুতাপ নিঃসঙ্গ চিলের ডানায় ফিরে যায় সুনীল অসীম শূন্যতার ওপারে...
What's Your Reaction?